Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে কাড়াপাড়া ইউনিয়ন

 

ইউনিয়ন স্থাপনের তারিখ
১৯৬১ খ্রিঃ।

ইউনিয়নের ইতিহাস
কালের স্বাক্ষী বহনকারী ভৈরবের তীরে গড়ে ওঠা হয়রত পীর খাজা খানজাহান আলী (রঃ) স্মৃতি বিজরিত বাগেরহাট জেলার অন্তর্গত বাগেরহাট সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো কাড়াপাড়া ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ কাড়াপাড়া ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

অবস্থান
ইউনিয়নের উত্তরে বিষ্ণুপুর ও যাত্রাপুর ইউপি, দক্ষিণে ডেমা ইউপি, পূর্বে বাগেরহাট পৌরসভা ও বেমরতা ইউপি এবং পশ্চিমে ষাটগম্বুজ ইউপি অবস্থিত।

আয়তন ও গঠন
আয়তন ৬.৬৭১ বর্গ কিলোমিটার। কাড়াপাড়া ইউনিয়ন ২৪টি মৌজা ও ২৪টি গ্রাম নিয়ে গঠিত। ওয়ার্ডওয়ারী গ্রামের নামসমূহঃ

ওয়ার্ড নংগ্রামের নাম
১নং ওয়ার্ডপোলঘাট, মাঝিডাঙ্গা, সাবেকডাঙ্গা, কুলিয়াদাইড়
২নং ওয়ার্ডনোনাডাঙ্গা, বাগমারা
৩নং ওয়ার্ডমগরা, দরিতালুক, রাজাপুর
৪নং ওয়ার্ডশিংড়াই, দেওয়ানবাটী,কাঁঠাল, কৃষ্ণনগর
৫নং ওয়ার্ডকাদেকাড়াপাড়া,ফুলতলা, গোমতী
৬নং ওয়ার্ডগোবরদিয়া, রাধাবল্লভ, কাঠি, কাটুয়া
৭নং ওয়ার্ডকাড়াপাড়া
৮নং ওয়ার্ডপাটরপাড়া
৯নং ওয়ার্ডমির্জাপুর, গুজিহাটী

 

জনসংখ্যা
মোট জনসংখ্যা ৩৩,৫৫২ জন (২০১১ সনের আদমশুমারী অনুযায়ী)। তন্মধ্যে পুরুষ ১৭,৩৩৬ জন, মহিলা ১৬,০১৬ জন। মোট খানার সংখ্যা ৭২৭৯ টি। জনগণের আয়ের উৎস ধান/পান/মৎস্য ঘের/নারকেল/সুপারি/ব্যবসা/চাকুরী।

শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান
শিক্ষার হার ৬৫%। প্রাথমিক বিদ্যালয় মোট ১৭টি (সরকারী ১৪টি, বেসরকারী রেজিষ্টার্ড ৩টি), মাধ্যমিক বিদ্যালয় ৪টি, আলিম মাদ্রাসা ১টি, দাখিল মাদ্রাসা ৩টি ও হাফেজিয়া মাদ্রাসা ৪টি।

কৃষি
মোট জমি ৮৪৯০ একর, নীট ফসলী জমি ১৩১২ একর। এক ফসলী জমি ১১২০ একর, দুই ফসলী জমি ১৯২ একর। বিসিআইসি সার ডিলার ১ জন।

স্বাস্থ্য
পরিবার কল্যাণ কেন্দ্র ১টি, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ১টি, কমিউনিটি ‍ক্লিনিক ২টি, স্যাটেলাইট ক্লিনিক ৮টি|

যোগাযোগ ব্যবস্থা
মোটামুটি উন্নত। পাকা সড়ক প্রায় ১৩৫  কিলোমিটার, এইচ বি রাস্তা ১৮৭ কিলোমিটাড়, কাঁচা সড়ক ১৬৯ কিলোমিটার, ব্রীজ ২ টি। জেলা সদর থেকে পাকা সড়ক পথে উপজেলার এবং ইউনিয়ন পরিষদে প্রায় সারাবছরই মোটরযান চলাচলের উপযোগী পাকা রাস্তা রয়েছে।

পোষ্টাল ও টেলিযোগাযোগ সুবিধা
ডাকঘর ৩টি, পোষ্টালকোড-  ৯৩০০। টেলিফোন কোড- ০৪৬৮।

সরকারী/অন্যান্য প্রতিষ্ঠান
ইউনিয়ন ভূমি অফিস ১টি, হাট-বাজার ৩টি, খেলার মাঠ ৫টি, খোঁয়ারের সংখ্যা ৩টি ।

ধর্মীয় প্রতিষ্ঠান
মসজিদ ৬২টি, মন্দির ৩১টি।

নির্বাচন সংক্রান্ত
নির্বাচনী এলাকাঃ ৯৫ বাগেরহাট ১, নির্বাচনী সীমানাঃ কাড়াপাড়া, মোট ভোটার সংখ্যা ১৫৬৫১ জন, পুরুষ ভোটার সংখ্যা ৭৮২০ জন, মহিলা ভোটার সংখ্যা ৭৮৩১ জন।