Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

 

বিভিন্ন স্থান হতে ইউনিয়নে আসার যাতায়াত ব্যবস্থা:
ক) উপজেলা পরিষদ হতে ইউনিয়নে পায়ে হেঁটে অথবা রিক্সা ও সাইকেল যোগে উক্ত ইউনিয়নে আসা যায়।
খ) খুলনা-বাগেরহাট মহাসড়ক থেকে বাস, ট্যাম্পু, ইজিবাইক, মাহিন্দ্র অথবা রিক্সায় চড়ে মেগনিতলা বাজারে নেমে সেখান থেকে পায়ে হেঁটে কাড়াপাড়া ইউনিয়নে আসা যায়।

কাড়াপাড়া ইউনিয়ন থেকে বিভিন্ন গ্রামে যাতায়াতের তথ্য:
১) পরিষদ ভবনের সামনে থেকে পোলঘাট, মাঝিডাঙ্গা, সাবেকডাঙ্গা ও কুলিয়াদাইড় গ্রামগুলোতে যাওয়ার জন্য রিক্সা/অটো রিক্সা/মাহিন্দ্র/ ইজি-বাইক/সাইকেলযোগে ষাটগম্বুজ রেল ষ্টেশন চত্বরে নেমে ওখান থেকে বিভিন্ন গ্রামে যাওয়া যায় (ভাড়া বিভিন্ন রকম)।
২) পরিষদ ভবন থেকে নোনাডাঙ্গা গ্রামে সাইকেল ও রিক্সা যোগে যা্ওয়া যায় এবং বাগমারা গ্রামে যেতে হলে সাইকেল, ইজি-বাইক ও রিক্সা যোগে দরিতালুকের মোড় থেকে বামে রাস্তায় যেয়ে বাগমারা গ্রামে যাওয়া যায় এবং ষাটগম্বুজ রেল ষ্টেশন চত্তরে নেমে ওখান থেকেও বাগমারা গ্রামে যাওয়া যায়।
৩) ইউপি অফিস থেকে রিক্সা, সাইকেল ও ইজি-বাইকযোগে মগরা বাজারে নেমে মগরা, দরিতালুক ও রাজাপুর গ্রামে যাওয়া যায়।
৪) ইউপি অফিস থেকে দক্ষিণ দিকে মেইন রাস্তা পার হয়ে রিক্সা ও সাইকেল যোগে শিংড়াই ও দেওয়ানবাটী গ্রামে যাতাযাত করা যায়।ইউপি অফিস থেকে উত্তর দিকে কৃষ্ণনগর গ্রাম। এ গ্রামেও সাইকেল ও রিক্সা যোগে যাতায়াত করা যায়। ভাড়া বিভিন্ন রকম।এবং সবচেয়ে মজার বিষয় হলো যে, কাঁঠাল গ্রামটি একেবাড়ে অত্র কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের সম্মুখেই অবস্থিত। সুতরাং এ গ্রামে যেতে কোন প্রকার টাকা-পয়সা খরচ হয়না বললেই চলে।
৫) বাদেকাড়াপাড়া, ফুলতলা ও গোমতী গ্রামে যেতে হলে সাইকেল, রিক্সা ও ইজি-বাইকে করে যাতায়াত করা যায়। ভাড়া বিভিন্ন গ্রামে বিভিন্ন রকম।
৬) রাধাবল্লভ, গোবরদিয়া, কাঠী ও কাটুয়া গ্রামে যেতে হলে ইউপি অফিস থেকে খুলনা-বাগেরহাট মেইন সড়ক হয়ে ইজি-বাইকে অথবা রিক্সায় করে দড়াটানা ব্রীজের নিকটে নেমে ওখান থেকে ডানদিকে পুঁটিমারী ব্রীজ পার হয়ে বিভিন্ন গ্রামে যাতায়াত করা যায়।
৭) ইউপি অফিস থেকে রিক্সা, সাইকেল ও ইজি বাইকে চড়ে কাড়াপাড়া বাজারে নেমে কাড়াপাড়া গ্রামটিতে যাওয়া যায়।
৮) ইউপি অফিস থেকে রিক্সা সাইকেল ও ইজি বাইকে চড়ে পাটরপাড়া গ্রামটিতে যাওয়া যায় (ভাড়া বিভিন্ন রকম)
৯) মির্জাপুর ও গুজীহাটি গ্রামদুটিতে যাওয়ার জন্য ইউপি অফিসের সামনে থেকে রিক্সা, সাইকেল ও ইজি বাইকে চড়ে কাড়াপাড়া বাজার হয়ে ডেমা ব্রীজের পূর্বে ও পরে অবস্থান করতে হয়।